ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

দৌলতখানে কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

 দৌলতখানে কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার দৌলতখানে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৯ জুলাই)  সকালে স্বাস্থবিধি মেনে উপজেলার দক্ষিণ জয়নগর, সৈয়দপুর, হাজিপুর, ভবানীপুর ও পৌরসভার দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।  

এ সময়  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, ভবানীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম নবী নবু, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন