ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

উজিরপুরে ভাতিজার কোপে রক্তাক্ত চাচা 

উজিরপুরে ভাতিজার কোপে রক্তাক্ত চাচা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উজিরপুরে জলিল সিকদার (৪৩) নামে এক সৌদি প্রবাসিকে কুপিয়ে রক্তাক্ত করেছে ভাতিজা । গুরুত্বর আহত অবস্থায় বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 
আহত প্রবাসি জলিল সিকদার উপজেলার নতুন শিকারপুরের মৃত কদম আলী সিকদারের ছেলে।  তার ডান হাতের কব্জি ও দুটি আঙুল মারাত্মক জখম (প্রায় বিচ্ছিন্ন) হয়।

এ ঘটনায় রোববার (১১ এপ্রিল) সকালে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

এর আগে শনিবার দুপুরে উপজেলার শিকারপুর ইউনিয়নস্থ নতুন শিকারপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসি জলিল সিকদার এবং তার সহোদর কুয়েত প্রবাসি একই বাড়ির হারুন সিকদারের মধ্যে বিরোধ চলে আসছিল। 

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে জলিল সিকদার ও তার ভাতিজা শাকিল সিকদারের (২২) মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে শাকিল তার চাচা জলিলকে ধারালো বটি দিয়ে কোপ দেয়। ওই কোপ প্রতিরোধ করতে গিয়ে জলিলের ডান হাতের কব্জি ও দুটি আঙুল মারাত্মক জখম (প্রায় বিচ্ছিন্ন) হয়। 

পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা আহত জলিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে (জলিল) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গুরুত্বর আহত ওই প্রবাসিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানিয়েছেন, রোববার সকালে তিনি লিখিত অভিযোগ হাতে পেয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা তদন্ত সাপেক্ষে নেওয়া হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন