ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

গৌরনদীতে কাটা গাছের নীচে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

গৌরনদীতে কাটা গাছের নীচে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদীতে গাছ চাপায় রাকিব হাওলাদার (১১) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। সে পৌরসভার লাখেরাজ কসবা মহল্লার জসিম হাওলাদারের পুত্র ও কসবা হযরত মল্লিক দূত কুমার আলীম মাদ্রাসার ণূরানী বিভাগের ছাত্র। এ ঘটনায় মহারাজ সিকদার (৫০) নামে এক শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতকে রোববার সকালে জেল হাজতে ও লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, লাখেরাজ কসবা মহল্লায় স্থানীয় রাজ্জাক বেপারীর শ্রমিক হিসেবে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার দত্তপরশবুনিয়া গ্রামের মহারাজ সিকদার ও তার পুত্র ইমনকে নামে দুই শ্রমিক দিয়ে তার বাগানের গাছ কাটাছিল্লেন। শনিবার বিকেল ৫টার দিকে শিশু রাকিব হাওলাদার বাড়ির পাশের্^ খেলার ছলে গাছ কাটার স্থলে দৌড়ে যায়।

এ সময় গাছের ডাল পড়ে রাকিবের মাথা গুরুতর জখম হয়। গাছ কাটা শ্রমিকরা গুরুতর আহত রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিশুর পিতা জসিম হাওলাদার ওই রাতেই গাছ কাটা শ্রমিক মহারাজ সিকদার ও তার পুত্র ইমন সিকদারকে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন। 
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন