তোফায়েল আহমেদের ভগ্নিপতির মৃত্যুতে সাবেক যুবলীগ নেতা মিজানুর রহমানের শোক

সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ- এমপি’র ভগ্নিপতি ও ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনিরের পিতা, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান মিয়া ইন্তেকাল করেছের (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৯ জুলাই) রাত ৯টায় ঢাকার হাই কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।
আসাদুজ্জামান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক, সামাজিক সংগঠন আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা এবং মুলাদী-বাবুগঞ্জ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, তরুণ সমাজসেবক মিজানুর রহমান।
শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এসএমএইচ