বাবুগঞ্জে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু

বরিশালের বাবুগঞ্জে ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে শিক্ষিকার মৃত্যুর ঘটনা ঘটেছে ।
জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাসমিন আক্তার শিখা তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের -ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকাল ৪ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন শিক্ষিকা শিখা।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি জানা নেই, তবে খোঁজ নিয়ে বলতে পারবো বলেন ওসি ।
এইচকেআর