‘আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তনী সংঘ’র মাস্ক বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় মাস্ক বিতরণ করেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ‘আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তনী সংঘ’।
ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে ‘আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে এই মাস্ক বিতরণ করেন সংঘের সদস্যবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রতিষ্ঠাতা আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাইফুর রহমান জামাল, ২০০৬ ব্যাচের ছাত্র সজল চন্দ্র দাস, সহ-প্রতিষ্ঠাতা এবং একই ব্যাচের ছাত্র মো. বাবলু সিকদার জয় এবং সালাউদ্দিন মুন্না।
এছাড়াও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রোকন উদ্দিন (ব্যাচ-১৯৯৮), স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (ব্যাচ ২০০০) ও কোষাধক্ষ্য মো: আরিফুর রহমান সুমন (ব্যাচ ২০০১) সহ বিভিন্ন ব্যাচ এর শিক্ষার্থীরা।
সংগঠন সদস্যরা করোনা মহামারি প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরাকে অভ্যেসে পরিনত করার পরামর্শ দেন। পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন তারা।
কেআর