আগৈলঝাড়ায় নার্সিং পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

বরিশালের আগৈলঝাড়ায় নার্সিং পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ বড়মগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত রনজিত মধু (২৭) ঐ উপজেলার রমেশ মধুর ছেলে । বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার ।
এজাহার সূত্রে জানা যায়, রনজিত মধু ঢাকায় নার্সিং দ্বিতীয় বর্ষে পড়ুয়া স্থানীয় এক ছাত্রীকে (১৯) বিভিন্ন সময়ে কু-প্রস্তাবসহ প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলো। এক পর্যায়ে ওই ছাত্রীর সাথে দুই বছর আগে রনজিতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের সুযোগে বিয়ের প্রলোভনে ওই ছাত্রীকে বাড়ির পাশের একটি পানের বরজে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে রনজিত। এর পরে ঢাকা থেকে ওই ছাত্রী ছুটিতে বাড়ি আসার সুযোগে বিয়ের প্রলোভনে রনজিত গত দুই বছর যাবত তাকে ধর্ষণ করে আসছে। এই সময়ের মধ্যে তাদের দু’জনের নগ্ন ভিডিও নিজের মোবাইল ফোনে ধারন করে রাখে রনজিত।
এরই মধ্যে রনজিত মধু অন্যত্র বিয়ে করায় ওই ছাত্রী রনজিতের সাথে সম্পর্ক রাখতে না চাইলে তাদের দু’জনের ধারণ করা অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভাইরাল করার হুমকি দিয়ে ছাত্রীকে ধর্ষণ কাজে বাধ্য করে আসছিলো রনজিত। বিষয়টি ওই ছাত্রী রনজিতের অভিভাবকদের জানালে তারা ওই ছাত্রীকে অন্যত্র বিয়ে করতে বলেন। ছাত্রীর অভিভাবকেরা ভারতে অবস্থানরত সুমন সরকার নামের এক ছেলের সাথে ছাত্রীর বিয়েও ঠিক করেন।
এদিকে ওই ছাত্রীর বিয়ে পাকা হবার খবর জানতে পেরে ছাত্রীর ছবি দিয়ে “ভোরের পাখি” নামে ফেইসবুকে একটি ভুয়া আইডি খোলে রনজিত। ওই ভুয়া আইডি’র মাধ্যমে ছাত্রীর বিয়ে ঠিক হওয়া সুমন সরকারকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠায় রনজিত। সুমন “ভোরের পাখি”র রিকোয়েষ্ট গ্রহন না করলেও রনজিত তার ম্যাসেঞ্জারে ওই ছাত্রীর সাথে রনজিতের পূর্বে ধারণ করা অশ্লীল ভিডিও সুমনকে পাঠায়। সুমন ‘ভোরের পাখি’র পাঠানো ভিডিও এবং অশ্লীল ছবি ওই ছাত্রীকে প্রেরণ করলে বিষয়টি ওই ছাত্রী জানতে পারেন।
এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে থানায় রনজিত মধুর বিরুদ্ধে ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করে । যার নং-৫ । আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান বৃহস্পতিবার অভিযান চালিয়ে রনজিত মধুকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । আটককৃতকে শুক্রবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর