ঢাকা সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

Motobad news

গৌরনদীতে লকডাউনে কঠোর অবস্থানে ইউএনও

গৌরনদীতে লকডাউনে কঠোর অবস্থানে ইউএনও
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৪ দিনের কঠোর লগডাউনের দ্বিতীয়দিনে শনিবার সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে বরিশালের গৌরনদীতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস ও আইন শৃঙ্খলাবাহীনি।

এ ছাড়া করোনাভাইরাস সংক্রমণ থেকে সু-রক্ষার জন্য টিকা নেওয়ার জন্য জনসাধারনকে উদ্ধুব্ধ করেন ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস ।  

শুক্রবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে গৌরনদী বন্দর, বাসষ্ট্যান্ড এলাকায়  ও শনিবার সকালে টরকী বন্দরসহ বিভিন্ন গুরত্বপূর্ন পয়েন্টে অভিযান চালিয়ে লকডাউনে সরকারি নিদের্শনা ও স্বাস্থ্য বিধি না মানায় দোকান মালিক, মোটর সাইকেল চালকসহ ৭ টি মামলায় ৫ হাজার দুই’শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। 

মোবাইল কোর্ট সহযোগীতা করেন গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন ও আওলাদ হোসেন। এ ছাড়া গৌরনদী বন্দর মাছ বাজারে জাটকা নিধনের অভিযান চালায়। এসময় জাটকা বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেন এবং জাটকা জব্দ করে এতিম খানায় বিতরণ করেন। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন