ঢাকা সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

Motobad news

 বিভাগের দুই হাসপাতালে করোনায় ১২ মৃত্যু, শনাক্ত ১৫০

 বিভাগের দুই হাসপাতালে করোনায় ১২ মৃত্যু, শনাক্ত ১৫০
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ১০ জন এবং করোনায় দুজন মারা গেছেন। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫০ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৫২ শতাংশ। 

শনিবার (২৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।


বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৭৬ জন। এ পর্যন্ত এই জেলায় শনাক্ত হয়েছেন ১২ হাজার ২৯ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ১৪৯ জন। আর সুস্থ হয়েছেন ৭ হাজার ২৫৮ জন।

পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ১১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫৩ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭০ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫৪৭ জন।

ভোলায় নতুন ৪১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২ হাজার ৮৬৭ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৩০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ১৮৩ জন।

পিরোজপুরে নতুন করে ১৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৭১ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৬১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৪৮ জন।

বরগুনায় নতুন একজন শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮৮ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৮ জন।

ঝালকাঠিতে নতুন পাঁচজন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৩৭ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৫২ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৯ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৩০ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১০জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৩০০ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ১১২ জনের করোনা পজিটিভ, ১৮৮ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৬৯ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৮৮ জন পজিটিভ হয়েছেন।

প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ২০ জনের। আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ১৮৩ জনের। আক্রান্তের হার ছিল ৫২ দশমিক ৬৫ শতাংশ।

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে শনিবার (২৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ২৮ হাজার ১৪৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১৬ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৬৩৩ জন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন