অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের দুদিন পরে চালকের মৃত্যু

বরিশাল কঠোরতম লকডাউনে ২য় দিনে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি নিশ্চিতে সকাল থেকেই বরিশালের জেলা-উপজেলায় অভিযান পরিচালনা করছেন সংশ্লিষ্টরা।
এসময় মোট ১৪৭ টি মামলার বিপরীতে ১ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা জরিমানা বাবদ আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ২৪ জুলাই সকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
অভিযান চলাকালে ৫৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরিশাল জেলা প্রশাসন। এসময় স্বাস্থ্যবিধি যেমন মাস্ক নাকের নীচে পরা বা একেবারেই না পরা, অপ্রয়োজনে দোকান পাট খোলা রাখায় ৫৮ ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট ৮৪ হাজার শ টাকা জরিমানা বাবদ তাৎক্ষণিক তা আদায় করেন জেলা প্রশাসনের ৬টি টিমের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট।
অপরদিকে উপজেলা প্রশাসনের ১০টি ভ্রাম্যমাণ আদালত ১৪৭ জনকে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। এসময় দণ্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী ৮৯ টি মামলার বিপরীতে ৫৭ হাজার ৪৫০ টাকা জরিমানা বাবদ আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কেআর