করোনায় এনজিও ব্রেভ’র নির্বাহী পরিচালকের মৃত্যু

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রেভ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আনোয়ারুল্লাহ (৬৫) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই ইমদাদুল্লাহ মৃধা । তিনি বলেন, আনোয়ারুল্লাহর করোনা পজেটিভ শনাক্ত হলে তাকে অসুস্থ অবস্থায় ঢাকার শেখ রাসেল গ্যাষ্টলিভার হাসপাতালে ভর্তি করি। সেখানে তিনি ১৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকালে মৃত্যুবরন করেন।
তিনি ডায়বেটিস, জ্বর ও কাশিসহ বিভিন্ন রোগে ভুগতে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রোববার বাদ আসর মোল্লাপাড়া নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন