ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

 ‘বিচ্ছু বাহিনী’র ৫ সদস্য গ্রেফতার

 ‘বিচ্ছু বাহিনী’র ৫ সদস্য গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


রাজধানীর মতিঝিল এলাকা থেকে কিশোর গ্যাং ‘বিচ্ছু বাহিনী’র ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব-৩। কিশোরদের এই গ্যাংটি মতিঝিলে ‘নিবিড় গ্রুপ’ নামেও পরিচিত। শনিবার (২৪ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২৫ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।


র‍্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রাণী জানান, মতিঝিল এলাকায় কিশোর গ্যাং চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়, সেবন, চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি করে আসছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এজিবি কলোনীর হিন্দুপাড়ার লোকনাথ বাবার মন্দিরের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ‘বিচ্ছু বাহিনী’র সক্রিয় সদস্য ৫ সদস্যদের আটক করা হয়।

গ্রেফতার হওয়া সদস্যরা হলেন : মো. জুয়েল, মো. তরিকুল ইসলাম, মো. জুনাইদ, মো. রবিউল ইসলাম (রবিন), মো. সাগর। তাদের কাছ থেকে ১টি স্টিলের ব্যাটন, ১টি সুইচ গিয়ার চাকু, ২টি কালো রঙের স্টিলের চাকু, ১টি বক্সিং পাঞ্চার উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে রাজধানীর মতিঝিল, মুগদা ও শাহজাহানপুর থানা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে সংঘবদ্ধ হয়ে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে স্বীকার করেছে। তারা আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করত। এছাড়াও তারা মোটরসাইকেল ব্যবহার করে রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও বাস যাত্রীদের টার্গেট করে যাত্রীদের ব্যাগ-পার্টস ছিনতাই করত। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন