ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

দৌলতখানে বিয়ে বাড়িতে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

দৌলতখানে বিয়ে বাড়িতে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দৌলতখানে সরকারি বিধিনিষেধ  না মেনে বৌভাতের আয়োজন করায় দুই বিয়ে বাড়িতে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


রবিবার  (২৫ জুলাই) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের তালুকদার বাড়ি এবং পৌরসভার একটি  বৌভাত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক হাওলাদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদন্ড করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাওলাদার  বলেন, করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বৌভাতের আয়োজন করায় এ জরিমানা করা হয়েছে। এছাড়া করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক অনুষ্ঠানের আয়োজনের অনুরোধ জানান তিনি।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন