ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

বরিশাল কারাগারে বন্দীদের সাথে অনির্দিষ্টকালের জন্য সাক্ষাৎ বন্ধ

বরিশাল কারাগারে বন্দীদের সাথে অনির্দিষ্টকালের জন্য সাক্ষাৎ বন্ধ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

অনির্দিষ্টকালের জন্য বরিশাল কেন্দ্রিয় কারাগারের বন্দীদের সাথে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করা হয়েছে।

আজ শনিবার (৩ এপ্রিল) দৈনিক মতবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার শাহ আলম। তিনি বলেন, করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক স্বজনদের স্বাক্ষাৎ বন্ধ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে দেখা করার সুযোগ থাকবে না। 

এই কর্মকর্তা বলেন, কারা অধিদফতর থেকে আদেশের কপি বরিশালে পৌছেছে এবং আজ থেকেই তা কার্যকর করা হয়েছে। 

এর আগে গত বছর করোনা পরিস্থিতির কারণে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎকার বন্ধ করা হয়েছিল। সেটা এক বছর বলবৎ ছিল। পরে করোনা পরিস্থিতি কিছুটা ভালো হলে এক বছর পর চলতি বছরের মার্চে আবার দেখা সাক্ষাৎ শুরু হয়।

তবে আগের মতনই নিয়ম অনুয়াযী সাধারণ বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারবেন। সেটা ৮ থেকে বাড়িয়ে ১০ মিনিট করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন