চাঁদপুরায় গাঁজাসহ গ্রেপ্তার ২

বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের বৈরাগীবাড়ি পোল এলাকা থেকে গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বৈরাগীবাড়ি পোল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তেতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বৈরাগীবাড়ি পোল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাফিল ও সুজন চন্দ্র শীলকে গ্রেপ্তার করা হয় ।
এসময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে এস আই নাইম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন । বন্দর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে । শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।
এইচকেআর