তজুমদ্দিনের মেঘনায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ জাল জব্দ


ভোলার তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ পাইজাল জব্দ করেছে। রবিবার সকালে অবৈধ জাল ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় তজুমদ্দিনের মেঘনার ৮নং চর এলাকা থেকে এসব জাল আটক করে দুপুরে শশীগঞ্জ মাছঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তজুমদ্দিন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার জানান, মাছের বংশ বিনাশকারী প্রায় ২০ হাজার মিটার অবৈধ পাইজাল/ বেড়াজাল নদীতে পাতা অবস্থায় জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ মরিয়ম বেগম জানান, মেঘনায় ইলিশ মাছ রক্ষায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের নিয়মিত টহলে অবৈধ জাল আটক ও ধ্বংস অব্যাহত থাকবে। এজন্য ব্যাপক প্রচার প্রচারণা রয়েছে।
এমবি
