ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

শিশু শিক্ষার্থী নোহার রহস্যজনক মৃত্যু, স্বাক্ষী থেকে চার্জশীটে আসামী হল শিক্ষক সুমন 

শিশু শিক্ষার্থী নোহার রহস্যজনক মৃত্যু, স্বাক্ষী থেকে চার্জশীটে আসামী হল শিক্ষক সুমন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় শিশু শিক্ষার্থী নুশরাত জাহান নোহার রহস্যজনক মৃত্যুর জট খুলেছে। স্কুল শিক্ষকের বেত্রাঘাত ও প্ররোচনায়ই আত্মহত্যা করেছে স্থানীয় দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমীর ৩য় শ্রেণির শিশু শিক্ষার্থী নুশরাত জাহান নোহা।

প্রায় এক বছর তদন্ত শেষে এ তথ্য উল্লে­খ করে স্কুল শিক্ষক শফিকুল ইসলাম সুমন পাইককে অভিযুক্ত করে সম্প্রতি  আদালতে চার্জশিট দাখিল করেছেন তদন্তকারি কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মনিরুজ্জামান। 

চার্জশিটভুক্ত আসামী শিক্ষক শফিকুল ইসলাম সুমন পাইক উজিরপুর উপজেলার সাতলা গ্রামের মো. আব্দুল লতিফ পাইকের ছেলে । চার্জশীট সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর করোনার মধ্যে সরকারের আইন অমান্য করে নোহার স্কুলের মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

শ্রেনি কক্ষে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় ৯ সেপ্টেম্বর। ওই পরীক্ষার ফলাফলে শিক্ষার্থী নোহা অকৃতকার্য হওয়ায় স্কুলের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সুমন পাইক নোহাসহ কয়েকজন শিক্ষার্থীকে ক্লাশ রুমে গালমন্দ করে এলোপাথারী বেত্রাঘাত করে আহত করেন। নোহা স্কুল থেকে বাড়ি গিয়ে শিক্ষকের মারধর ও গালমন্দ সইতে না পেরে ঘরের দোতলায় আড়ার সাথে নিজের ওড়নার সাথে গামছা জোড়া লাগিয়ে গলায় ফাঁস দেয় । পরে  নোহাকে তার বাবা উদ্ধার করে তাৎক্ষণিক পয়সা আদর্শ জেনারেল হাসপাতালে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক নোহাকে মৃত ঘোষণা করেন। 

মেয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নোহার বাবা সুমন মিয়া নোহার স্কুল শিক্ষক সুমন পাইককে অভিযুক্ত করে গত ১০ সেপ্টেম্বর আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ৪ । মামলা দায়েরের পরেই আত্মগোপনে চলে যায় অভিযুক্ত শিক্ষক সুমন পাইক। নোহার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন গত ১২ সেপ্টেম্বর পরিচালনা কমিটির এক জরুরী সভায় মামলায় অভিযুক্ত শিক্ষক সুমন পাইককে চাকুরী থেকে অব্যাহতি প্রদান করেন। অভিযুক্ত শিক্ষক সুমন পাইক বিভিন্ন সময়ে বিভিন্ন প্রলোভনে নোহার পরিবারের সাথে আপোষ রফার চেষ্টা করেও ব্যর্থ হয়। 

অন্যদিকে শিশু নোহাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ এনে নোহার গর্ভধারিনী মা তানিয়া বেগম নোহার জন্মদাতা পিতা তার সাবেক স্বামী সুমন মিয়া, সুমনের চতুর্থ স্ত্রী ঝুমুর জামান এবং বোন লিপি বেগমকে আসামী করে ১৪ সেপ্টেম্বর বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন, যার এমপিও নং-৬৩। আদালতের বিচারক ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মামলাটি নথিভ‚ক্ত করা এবং ওই পর্যন্ত নথির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। 

আগৈলঝাড়া থানার অফিসার ইনর্চাজ মো. গোলাম ছরোয়ার জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ময়নাতদন্ত  রিপোর্ট, সাক্ষ্য প্রমান শেষে প্রায় এক বছর তদন্ত শেষে স্কুল শিক্ষক শফিকুল ইসলাম সুমন পাইকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থী নোহার আত্মহত্যায় প্ররোচনায় অভিযুক্ত করে সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করেছেন, যার সিএস নং-৪৭। এদিকে  শিশু শিক্ষার্থী নুশরাত জাহান নোহার মৃত্যুর রহস্য উন্মোচন হওয়ায় বিচার বিভাগের কাছে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছেন নোহার বাবা সুমন মিয়াসহ নোহার সহপাঠী ও গ্রামের সাধারন লোকজন । 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন