পরীমণি-পিয়াসার মামলা সিআইডিতে হস্তান্তর


চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
একইসঙ্গে সিআইডিতে পাঠানো হয়েছে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোও। পুলিশ সদর দফতরের এক নির্দেশনায় এসব মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়।
শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের মামলাগুলো সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে এসব মামলার তদন্ত সিআইডি করবে। কিছুক্ষণের মধ্যেই তাদের সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হবে।
এইচকেআর
