ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

পরীমণি-পিয়াসার মামলা সিআইডিতে হস্তান্তর

পরীমণি-পিয়াসার মামলা সিআইডিতে হস্তান্তর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।

একইসঙ্গে সিআইডিতে পাঠানো হয়েছে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোও। পুলিশ সদর দফতরের এক নির্দেশনায় এসব মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়। 


শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আজাদ রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের মামলাগুলো সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে এসব মামলার তদন্ত সিআইডি করবে। কিছুক্ষণের মধ্যেই তাদের সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন