২৪ ঘন্টায় করোনায় ভোলায় আর দু'জনের মৃত্যু


ভোলায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও দু'জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম এ তথ্য জানান।
মৃতদের মধ্যে মো. হোসেন (৫৫) সদর উপজেলার উকিল পাড়া পানির কল এলাকা ও মোয়াজ্জেম হোসেন (৭০) দৌলতখান উপজেলার জয়নগর এলাকার বাসিন্দা।
এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
এদিকে, গত ২৪ ঘন্টায় ভোলায় ৭৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরও ২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২৩ জন সদরের, এক জন দৌলতখানের, দু'জন বোরহানউদ্দিনের ও একজন চরফ্যাশন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৪১৬ জনে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত এক হাজার ৪১৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ২৮ জন। এর মধ্যে সদর উপজেলায় আক্রান্ত ৯১৪ জনের মধ্যে সুস্থ ৬৩২ জন, দৌলতখানে আক্রান্ত ৬৮ জনের মধ্যে সুস্থ ৫৭ জন, বোরহানউদ্দিনে আক্রান্ত ১৫২ জনের মধ্যে সুস্থ ১১৪ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৫৭ জনের মধ্যে সুস্থ ৪৯ জন, লালমোহনে আক্রান্ত ১১৪ জনের মধ্যে সুস্থ ৭৭ জন, চরফ্যাশনে আক্রান্ত ৭৮ জনের মধ্যে সুস্থ ৬৭ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে সুস্থ ৩২ জন।
আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত আরও ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ৩০ জন।
এছাড়াও, করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ১৬ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১১ হাজার ৩০১ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
টিএইচএ/
