বরিশাল জেলা প্রশাসককে বীর মুক্তিযোদ্ধার কৃতজ্ঞতা জ্ঞাপন

সম্মাননা পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোঃ ওয়ালিউল ইসলাম। পাশাপাশি পরিবার ও নিজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বরিশাল জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের প্রতি।
১০ এপ্রিল জেলা প্রশাসক বরাবর প্রেরিত এক পত্রের মাধ্যমে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার তার ফেসবুক পেজে পত্রটি তুলে ধরেছেন। একইসাথে তিনি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং মুক্তিযুদ্ধের সংগঠকবৃন্দদের প্রতি।
পাঠকের জন্য জেলা প্রশাসকের লেখাটি তুলে ধরা হল :
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনী ও এদেশীয় দোসরদের সাথে মরণপণ সংগ্রাম ও যুদ্ধ করে এদেশের মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধাগণ ছিনিয়ে এনেছিলেন মুক্তির স্বাদ, কাঙ্খিত বিজয়, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অর্থাৎ ৫০ বছর পূর্তির প্রাক্কালে জেলা প্রশাসন বরিশাল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা জানিয়েছে। জেলা প্রশাসক হিসেবে আমি সম্মাননা জানাতে ও খোঁজ-খবর নিতে ছুটে গিয়েছিলাম বীর মুক্তিযোদ্ধাগণের বাড়িতে বাড়িতে। রাষ্ট্রীয় বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোঃ ওয়ালিউল ইসলাম সম্মাননা পেয়ে পত্রের মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র সৃষ্টিতে আপনাদের অতুলনীয় অবদান বাঙালি জাতি কখনোই ভুলবে না। আবারো বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি সকল বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযুদ্ধের সংগঠকবৃন্দদকে।
এমবি