ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

 লকডাউনে ভোলা শহরের মোড়ে মোড়ে পুলিশের কঠোর অবস্থান

 লকডাউনে ভোলা শহরের মোড়ে মোড়ে পুলিশের কঠোর অবস্থান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

'কঠোর লকডাউনে' অনেকটাই ফাঁকা রয়েছে ভোলা শহরের রাস্তাঘাট। পহেলা বৈশাখের নেই কোনো আয়োজন। আজ বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে শহরের রাস্তাগুলো অনেকটা ফাঁকা রয়েছে। রাস্তায় রিকশা, মোটরসাইকেল এবং জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। বন্ধ রয়েছে শহরের প্রায় সব মার্কেট।

শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। কেউ রাস্তায় বের হলে পড়তে হচ্ছে পুলিশের জেরার মুখে। কারো জরুরি কাজ থাকলে পুলিশ সদস্যরা তাদের দ্রুত কাজ শেষ করে ঘরে ফেরার নির্দেশনা দিচ্ছেন।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পুলিশি কার্যক্রম পরিদর্শন করছেন এবং নানা নির্দেশনা দিতে দেখা গেছে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তাদের।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই লকডাউনকে বাস্তবায়ন করতে সকাল থেকেই মাঠে অবস্থান করছি। লকডাউন সম্পর্কে আগে থেকেই বলা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া আমরা একদমই কাউকে রাস্তায় বের হতে দিচ্ছি না।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ জানান, সরকার যে নির্দেশনা দিয়েছে সেভাবেই লকডাউন বাস্তবায়ন করতে মাঠে জেলা পুলিশ রয়েছে। লকডাউন বাস্তবায়নে শহরের সবকটি প্রবেশপথসহ সব পয়েন্টেই পুলিশের উপস্থিতি রয়েছে। আমরা লকডাউন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করছি।


টিএইচএ/
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন