ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

আফগানিস্তানে ফেরার ঘোষণা আশরাফ গনির

আফগানিস্তানে ফেরার ঘোষণা আশরাফ গনির
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশ থেকে পালিয়ে যাওয়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি শিগগিরই নিজ দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বুধবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক পেইজে প্রকাশিত একটি ভিডিওতে এমন ঘোষণা করেন তিনি।

গনি বলেন, বর্তমানে আমি সংযুক্ত আরব আমিরাতে আছি। কিন্তু শিগগিরই আমার দেশ আফগানিস্তানে ফিরে আসব। দেশে ফেরার বিষয়ে অন্যান্যদের সঙ্গে পরামর্শ করছেন বলেও জানান তিনি।


তিনি আফগানদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন ভিডিও বার্তায়। তিনি বলেন, আমাকে কাবুল ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, আমি রাজধানীতে রক্তপাতের কারণ হতে চাইনি।

দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে অনেক আফগান নাগরিক আশরাফ গনিকে ‘বিশ্বাসঘাতক’ বলে সমালোচনা করছেন। এ ব্যাপারে তিনি বলেন, আমি স্বদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। সবাইকে গুজবে কান না দিতে আহ্বান জানান গনি।

তিনি বলেন, আমরা কাবুলকে ধ্বংস করতে চাইনি কাবুলের জন্য শান্তি চেয়েছিলাম। আমি আশা করি আফগানিস্তানে যুদ্ধ শেষ হবে। এই ব্যর্থতার জন্য আমাদের সশস্ত্র বাহিনী দায়ী নয়, রাজনীতিবিদরা দায়ী। কাবুলের নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে তালেবানের সঙ্গে আলোচনা করেছি।

গত ১৫ আগস্ট আশরাফ গনি আফগানিস্তান ছেড়ে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা আগে তালেবানরা বিনাযুদ্ধে কাবুলে প্রবেশ করে এবং রাজধানীর নিয়ন্ত্রণ নেয়। তালেবানের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে উপ-রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ জাতীয় সংবিধান অনুযায়ী এবং রাষ্ট্রপতির অনুপস্থিতিতে নিজেকে ‘কেয়ারটেকার প্রেসিডেন্ট’ ঘোষণা করেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন