করোনা সচেতনতায় ৭শত মসজিদে একযোগে বিএমপি’র প্রচারণা


করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বরিশাল মেট্রোপলিটন এলাকায় সাতশত’র অধিক মসজিদে এক যোগে জনসচেতনতামূলক বাণী প্রচার করা হয়েছে। গত শুক্রবার জুমা নামাজের খুদবার সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক এ বক্তব্য পাঠ করেন মসজিদের ইমামগণ।
বিশেষজ্ঞদের মতে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধির মূল করণ পূর্বে মত স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা। আমাদের শিথিলতাই এর জন্য দায়ী। বিজ্ঞানীদের মতে এবারের নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা আগের তুলনায় ৭০ শতাংশ বেশী। ফলে মানুষ দ্রুত ও মারাত্মকভাবে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করছে।
‘মাস্ক পরার অভ্যেস করা, মাস্ক ছাড়া কোন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সেবা প্রদান না করা, কোন কিছু স্পর্শ করার আগে ও পরে বিশ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া, মসজিদ, মার্কেট, রাস্তাঘাটে সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা, অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা, জমায়েত, সমাবেশসহ বিয়ে বা অন্য কোন অনুষ্ঠান বন্ধ রাখাসহ বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং আইইডিসিআর কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি অবশ্যই সকলকে মেনে চলার আহ্বান জানান বিএমপি কমিশনার।
কে.আর
