ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • এখন প্রয়োজন জুলাই সনদের আইনি ভিত্তি: আব্দুল্লাহ তাহের ‘সাংবিধানিক আদেশ’ পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ মাধ্যমিকে ৩ শ্রেণির সাড়ে ১২ কোটি বই ছাপানো হবে, ব্যয় ৪৪৫ কোটি চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন ১৫ সেনা কর্মকর্তাকে নেওয়া হলো সেনানিবাসের অস্থায়ী কারাগারে নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা দরকার করব, বিএনপিকে প্রধান উপদেষ্টা দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির বাড়িভাড়া বাড়ানোয় ‘সন্তুষ্ট’ শিক্ষকরা, আন্দোলন স্থগিত বুধবার থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা, খোলা থাকবে শনিবারও
  • বুধবারের রাশিফল (২২ সেপ্টেম্বর)

    বুধবারের রাশিফল (২২ সেপ্টেম্বর)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


     
    আজ ২২ সেপ্টেম্বর ২০২১, বুধবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি কন্যা রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস।


    মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

    কোনো অন্তরঙ্গ বন্ধুর সাথে আড্ডা দিতে পারেন। বাড়িতে বড় ভাই-বোনের আগমন হওয়ার সম্ভাবনা। ব্যবসায়িক কোনো বিষয়ে আলোচনা সফল হতে পারে। বকেয়া বিল আদায় করার চেষ্টা বৃদ্ধি করুন। খুচরা বিক্রয়ে লাভের আশা আছে।

    বৃষ (২১ এপ্রিল-২১ মে)

    রাজনৈতিক কাজে গণসংযোগ বাড়তে চলেছে। প্রভাবশালী নেতার সাহায্য পেয়ে যাবেন। বেসরকারি চাকরীজীবীদের কর্মস্থলে নতুন সুযোগ আসবে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হবার যোগ। সরকারি চাকরিজীবীদের কাজের প্রয়োজনে দূরের যাত্রার যোগ প্রবল।

    মিথুন (২২ মে – ২১ জুন)

    হঠাৎ কিছু অর্থ হাতে আসার যোগ প্রবল। বিদেশ যাত্রা বা বিদেশ সংক্রান্ত কাজে আশানুরূপ লাভের যোগ। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার করার সিদ্ধান্ত নিতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের যোগ বলাবন।

    কর্কট (২২ জুন-২২ জুলাই)

    কোনো অনাকাঙ্খিত ঘটনার সম্মুখীন হতে পারেন। রাস্তাঘাটে দুর্ঘটনার যোগ প্রবল। পুলিশি গ্রেফতার বা হয়রানির সম্মুখীন হতে হবে। ব্যাংক ঋণগ্রস্তদের দিনটি ঝামেলাপূর্ণ। বারবার ব্যাংক থেকে ঋণের কিস্তি পরিশোধের হুমকি পেতে পারেন। কোনো স্থাবর বিক্রয় করতে হতে পারে।

    সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)

    সাংসারিক কাজে জীবন সাথীর সাহায্য পেতে পারেন। অংশিদারী ব্যবসায় নতুন বিনিয়োগের যোগ। কোন আত্মীয়ের বাসায় বেড়াতে যেতে পারেন। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে অগ্রগতি হতে পারে। ট্রাভেল এজেন্সি ও সাপ্লাই ব্যবসায় প্রভাবশালী কারো সাহায্য পেতে পারেন।

    কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

    কোনো মূল্যবান বস্তু হারিয়ে ফেলতে পারেন। দুর্নামের আশঙ্কা রয়েছে। অনৈতিক কাজের জন্য পস্তাতে হতে পারে। কর্মস্থলে কোনো রহস্যজনক জটিলতায় পড়তে পারেন। আপনার বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র তৈরি হতে চলেছে। সতর্ক থাকুন।

    তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

    সন্তানের বিদ্যাক্ষেত্রে কেনো ঝামেলা দেখা দিতে পারে। জীবন সাথীর কর্মক্ষেত্রে অগ্রগতি আশা করা যায়। প্রেমের বিয়ের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন। শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগ রয়েছে। সৃজনশীল কাজে নতুন সুযোগ আশা করা যায়।

    বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

    প্রত্যাশা পূরণের যোগ প্রবল। গৃহ পরিবেশ অনুকূল থাকবে। গৃহে আত্মীয় সমাগমের যোগ রয়েছে। কোনো আত্মীয়ের কল্যাণে সমস্যা থেকে রক্ষা পাবেন। মায়ের শরীর ভালো হয়ে উঠবে। গৃহ সংস্কারে কিছু অর্থ ব্যয়ের যোগ প্রবল। যানবাহন ক্রয় বিক্রয় শুভ।

    ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

    বাড়িতে ছোট ভাই-বোনের আগমনের সম্ভাবনা। কোনো আনন্দদায়ক সংবাদ পেতে পারেন। সাংবাদিক ও সাহিত্যিকদের সুনাম সম্মান বৃদ্ধির সুযোগ চলে আসবে। প্রকাশ প্রকাশনা ব্যবসায়ীরা কোনো ওয়ার্ক অর্ডার পেতে পারেন। বিদেশ থেকে ভালো সংবাদ আসতে পারে।

    মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

    খুচরা ও পাইকারি ক্রয়-বিক্রয়ে লাভবান হবেন। শ্যালক-শ্যালিকার সাহায্য লাভের যোগ। কোনো বকেয়া টাকা আদায় করতে পারেন। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে। হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় লাভবান হবেন। বেকারী ব্যবসায়ীরা আইনগত জটিলতায় পরতে পারেন।

    কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

    ব্যবসায়ীদের সময় বলাবন হয়ে উঠবে। কিছু দুশ্চিন্তার অবসান আশা করতে পারেন। আর্থিক সংকট কেটে যেতে পারে। দাম্পত্য সুখ-শান্তি ফিরে পাবেন। বয়স্কদের শারীরিক সমস্যার উপশম হতে পারে। রাজনৈতিক কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।

    মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

    কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। অনেকে আবার বিনোদনের জন্য বিদেশ যেতে পারেন। ব্যবসায়িক ও সাংসারিক কাজে অর্থব্যয়ের যোগ প্রবল। প্রবাসীদের কর্ম সংক্রান্ত জটিলতার অবশান হবে। বিদেশ যাত্রায় সামান্য বাধা-বিপত্তি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ