ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • কয়েদিদের নিবন্ধন শুরু ২১ ডিসেম্বর স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে বিএনপির শপথ হাদিকে গুলি : শ্যুটারদের পালাতে সহযোগিতার কথা স্বীকার ২ আসামির ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন : প্রেস উইং বরিশাল-৩ আসনে বিএনপির দোয়া মোনাজাত অনুষ্ঠানে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ   বরিশালে সাবেক ছাত্রমৈত্রী নেতা সাব্বির আহমেদ ইর‍ানের ‍‍ইন্তেকাল বরিশ‍ালে মহান বিজয় দিবসে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারেক’র নেতৃত্বে শোভাযাত্রা  খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে  বাড্ডায় ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা নির্বাচনে এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
  • নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে ‘ডেঞ্জারাস’

    নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে ‘ডেঞ্জারাস’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিসংখ্যানটা চমকপ্রদ। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ১৯ ওয়ানডের প্রতিটিই জিতেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে জয়ের এমন ধারাবাহিকতা আর নেই বাংলাদেশের। কিন্তু, এবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে সেই আত্মবিশ্বাস কি পাচ্ছে বাংলাদেশ? তামিমের কণ্ঠে নরম সুর। জিম্বাবুয়ের এক সাংবাদিকের প্রশ্নে বললেন,‘এই মুহূর্তে জয়ের ছন্দে নেই আমরা। হারের ছন্দে আছি (হাসি)।’

    টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় সুখকর পরিস্থিতিতে নেই অতিথি শিবির।  তবে ফরম্যাট ভিন্ন হওয়ায় তীব্র লড়াইয়ের কথা জানিয়ে রাখলেন ওয়ানডে অধিনায়ক,‘যদিও এটা ভিন্ন ফরম্যাট। ভিন্ন চ্যালেঞ্জ। হ্যাঁ ওয়ানডে দল ভালো করছে। র্যাং কিংয়ে আমরা জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে কিন্তু র্যাং কিং মাঠের ক্রিকেটে কোনো প্রভাব রাখতে পারে না। যে দল ভালো ক্রিকেট খেলে তারাই ম্যাচ জেতে। আপনি যদি তাদের মাটিতে তাদেরকে হারাতে চান তাহলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। আপনার সবগুলো কাজ ভালো করতে হবে। আমরা যদি নিজেদের কাজটা ঠিকঠাক করি তাহলে ভালো কিছু হবে।’

    জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়েকে হারানো সহজ হবে না। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে ৩-০ ব্যবধানে হারিয়ে এই ফরম্যাটে নিজেদের সামর্থ্য দেখিয়েছে। সেই আত্মবিশ্বাস কাজে লাগানোর কথা বলেছেন তামিম। 

    ‘অবশ্যই আমরা ধারাবাহিকতা রাখতে চাই। যদি দল হিসেব করেন আমরা ভালো দল। কিন্তু ক্রিকেট খেলায় কে ভালো দল সেটা হিসেব করে হয় না। নির্দিষ্ট দিনে কে ভালো খেলছে সেটা দিয়ে জয় পরাজয় নিশ্চিত হয়। টি-টোয়েন্টি সিরিজে দেখেছেন, তারা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে এবং সিরিজ জিতেছে। এখানেও নতুন কিছু হবে না। যদি তাদেরকে হারাতে হয় অবশ্যই আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। অন্যথায় নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে ডেঞ্জারাস।’

    নিজেদের পরিকল্পনা নিয়ে তামিম যোগ করেন,‘যে জিনিসগুলো আমরা এতোদিন ধরে ঠিকঠাক মতো করে আসছি, বাজে যে ভুলগুলো করছিলাম সেগুলো ঠিক করা, প্রক্রিয়া অনুসরণ করা, কঠিন যে সময় আসবে সেগুলোতে আমরা যেন জিততে পারি...পরিকল্পনা এটাই থাকবে।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ