মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মন্ত্রী পদমর্যাদায় আহবায়ক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আনিসুর রহমান, সদস্য গোলাম রাব্বানী চিনু ও জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌর মেয়র ও সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন খান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
নতুন কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল উদ্দিনকে সভাপতি, বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাব আহমেদকে সাধারণ সম্পাদক এবং আব্দুল মোতালেব জাহাঙ্গীরকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
এএজে