ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিমের মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।
রোববার বিকেল ৩ টায় দৌলতখান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুল্যাহ খায়রুল ইসলাম চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে মনোনয়নপত্র দাখিল উপলক্ষে দুপুর ১২ টায় টায় উপজেলা বিএনপি কার্যালয় চত্বরে মিলাদ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অসুস্থ বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং হাফিজ ইব্রাহিমের জন্য দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম।
উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা বিএনপির সমন্বয়ক মো. আকবর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, নিজাম উদ্দিন ভূঁইয়া, গোলাম কবির স্বপন, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ কুট্রি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল বশির কমিশনার, সাধারণ সম্পাদক গোলাম আকবর পলিন, যুগ্মসাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল প্রমুখ।
এইচকেআর