ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম

৪ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়ক ছাড়ল আন্দোলনকারীরা

৪ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়ক ছাড়ল আন্দোলনকারীরা
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থকরা।
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বরিশাল। বিক্ষোভ, সমাবেশ, মিছিল আর সড়ক অবরোধের মধ্য দিয়ে চলছে কর্মসূচি।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ এলাকা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়; যা শেষ হয় সন্ধ্যা ৭টায়। প্র‍ায় ৪ ঘণ্টা অবরোধ কর্মসূচিতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুই প্রান্তে আটকা পড়ে শতাধিক যানবাহন।

বিকেলে নথুল্লাবাদ গোল চত্বরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ, ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আন্দোলনে অংশ নেয়া বিক্ষোভকারীরা সড়কেই আসর ও মাগরিবের নামাজ আদায় করেন।

ইনকিলাব মঞ্চের বরিশাল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আতিক আবদুল্লাহ বলেন, হাদী হত্যার বিচার নিশ্চিত করার জন্য আমাদের অবরোধ শুধু আজকের জন্য না, বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা লড়ে যাবো। দ্রুত বিচার নিশ্চিতকরণের জন্য যতদূর যাওয়া দরকার ততদূর যেতে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ ও বরিশালবাসী প্রস্তুত ইনশাআল্লাহ।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থী কাজী জায়েদ বলেন, হাদি হত্যার বিচার দাবিতে কয়েকদিন ধরেই বরিশালে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কোনো কিছুতেই প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছে না।

জান্নাতুল শিফা বলেন, বিচারের দাবিতে আমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি। সরকার দ্রুত হস্তক্ষেপ না করলে আরও কঠোর আন্দোলনের ডাক দেবে ছাত্র সমাজ।

আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন হাদির ভগ্নিপতি আমির হোসেন। তিনি বলেন, হাদি পরিবারের ছোট সন্তান ছিলেন। তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নড়বড়ে। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ