ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বরিশালে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় বরিশাল সদরের বটতলা মোড়ে অংশগ্রহণকারীদের মাঝে টি-সার্ট বিতরণ করে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম।
পরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. আলী আজগর ভুঁইয়া, রেজিস্ট্রার ড. মো. শহীদুল ইসলাম এবং ব্যাবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের ডিন ড. আদনান রহমান।
এরপর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
ব্যাবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের ডিন ড. আদনান রহমানের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার মো. জিয়াউল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শহীদুল ইসলাম ‘বহুমাত্রিক ভাষা শিক্ষায় প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক বিষয়ের উপর আলোচনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এইচকেআর
