ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

Motobad news

স্বরূপকাঠীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইসহাক আলী খান পান্নার মতবিনিময় সভা

স্বরূপকাঠীতে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইসহাক আলী খান পান্নার মতবিনিময় সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা করেছেন পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইসহাক আলী খান পান্না। গতকাল শুক্রবার বিকেলে স্বরূপকাঠি পৌর মিলনায়তনে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন তিনি। ইসহাক আলী খান পান্না কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। 

মতবিনিময় সভায় ইসহাক আলী খান পান্না  বলেন, আমি পিরোজপুরের সন্তান। ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। আমার শৈশব কেটেছে নেছারাবাদ উপজেলায়। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারনে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।

দেশের সর্বত্র আজ উন্নয়ন বয়ে যাচ্ছে। ক্রমেই গ্রাম হয়ে যাচ্ছে শহর। তবে তুলনামুলক পিরোজপুরের নেছারাবাদ,কাউখালি উপজেলার অনেক এলাকা উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে রয়েছে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আমি সহ দু'তিনজন লোক নৌকার মনোনয়ন প্রত্যাশী। দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আপনাদের সাথে নিয়ে জনগনের ভোটে নির্বাচিত হয়ে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহ শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থায় বেশি গুরুত্ব দিয়ে নিরলস কাজ করে যাব। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস,এম মুইদুইল ইসলামের সভাপতিত্বে  সভায় আরো বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, স্বরূপকাঠি কৃষকলীগের সভাপতি শশাঙ্ক রঞ্জণ সমদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সালাম সিকদার, স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা পিরোজপুর-২ আসনে ইসহাক আলী খান পান্না একজন যোগ্য মনোনয়ন দাবীদার বলে দাবি করে বলেন, ইসহাক আলী খান পান্না একজন দক্ষ নেতা। তিনি মনোনয়ন পেলে অবশ্যই এ আসন থেকে নৌকা বিপুল ভোটে নির্বাচিত হবে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন