আসবে নতুন নগরপিতা, পুরাতনের হলো বিদায় কতটা হবে লাভ নগরবাসীর, কতটা হবে আদায়
-----বিপ্লব রায়, ব্যবস্থাপনা সম্পাদক, মতবাদ
বরিশাল নগরবাসীর জন্য গতকাল বৃহস্পতিবার ছিল এক অন্যরকম দিন। কারণ এ দিন সকাল থেকেই নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় ছিল বরিশাল নগর ভবনের সামনে। সবার হৃদয়ে ছিল বেদনার সুর।
এভাবে হাজারো মানুষের ভালোবাসার মধ্য দিয়ে বিদায় নিলেন বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ৫ বছর মেয়াদ শেষ হওয়ায় ৯ নভেম্বর নগর ভবন থেকে অশ্রæসজল নয়নে বিদায় নেন তিনি। আর এই অনুষ্ঠান ঘিরে তাঁর সমর্থকদের মধ্যে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। এসময় নগরবাসীর উদ্দেশ্যে হাসিমুখে মেয়র কথা বললেও, তাঁর হৃদয় ছিল ভারাক্রান্ত। তিনি বলেন, সব মানুষের ভালোবাসায় মুগ্ধ আমি। আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এছাড়াও তাঁর বক্তব্যে উঠে আসে আবেগঘন আরো নানা কথা। উঠে আসে নতুন মেয়রকে সহযোগিতা করে নগরকে এগিয়ে নেয়ার আহবান।
সকাল ১০টায় নগর ভবনে প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুর কাছে কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক। এসময় নগর ভবনের একটি রেপ্লিকা উপহার দেয়া হয় তাঁকে। এরপর সেখান থেকে নিজ বাসভনের উদ্দ্যেশ্যে রওনা হন তিনি। এসময় সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা অসংখ্য নারী-পুরুষ বিদায়ী মেয়রকে দেখে কান্নায় ভেঙে পড়েন। এসময় বিদায়ী মেয়রও তাদেরকে শান্ত¡না দেন। বলেন, ৫ বছরের মধ্যে একটি দীর্ঘ সময় নানা প্রতিক‚লতা ও মহামারি পাড় করেও সিটি করপোরেশনে দায়িত্ব পালনে নিজে সচেষ্ট ছিলেন বলে জানান সাদিক আবদুল্লাহ। একই সঙ্গে নতুন মেয়রের পাশে থেকে সবাইকে বরিশাল শহরকে এগিয়ে নেয়ার আহবান জানান তিনি। ভবিষ্যতেও বরিশালের উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিদায়ী মেয়র।
তাঁর এ বিদায় উপলক্ষে কয়েক দিন আগেই শুরু হয় নগরীর বিভিন্ন স্থানে সাজসজ্জা। সেই ধারাবাহিকতায় মেয়রকে সংবর্ধনা জানাতে নগরভন ভবন থেকে কালীবাড়ি সড়ক পর্যন্ত ঢল নামে শত শত মানুষের। এই সিটি করপোরেশনের ইতিহাসে এটিই প্রথম কোন মেয়রের এমন আবেগঘন বিদায় সংবর্ধনা। তাই পথে পথে তাকে ফুল দিয়ে বিদায় জানান তারা।
সিটি করপোরেশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০১৮ সালের নির্বাচনে বরিশালের সিটি করপোরেশনের চতুর্থ পরিষদে মেয়র নির্বাচিত হয়েছিলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সিটি করপোরেশন শুরুর পর থেকে কোন মেয়রেরই বিদায়ে ছিল না এমন জাঁকজমক কোনো আয়োজন। এবারই ভিন্নভাবে বিদায় হলো মেয়রের।
এদিকে ৯ নভেম্বর বৃহস্পতিবার সাদিক আবদুল্লাহর ক্ষমতার মেয়াদ আনুষ্ঠানিক ভাবে শেষ হলেও আগামী ১৪ নভেম্বর দায়িত্ব নিবেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। তাকে স্বাগত জানাতেও চলছে নানা প্রস্তুতি। নগরীর বিভিন্ন পয়েন্টে চলছে সাজসজ্জার কাজ।
স্থানীয়রা বলছেন, বিদায়ী মেয়রকে নিয়ে পাওয়া-না পাওয়ার বেদনা অনেকই রয়েছে নগরবাসীর মধ্যে। এখন নতুন মেয়রের কাছে অনেক প্রত্যাশাও সবার। রাস্তাঘাট নির্মাণ, মেরামত, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা, মশক নিধন, স্বাস্থ্যসেবা ও সবুজায়নসহ নাগরিকদের উন্নত নানা সেবা পাওয়ার প্রত্যাশা সবার। কিন্তু এই প্রত্যাশা কতটা পূর্ণ হবে, এবার সেই অপেক্ষার পালা শুরু হলো নগরবাসীর।
এমএন