পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং


“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পারিত হবে। এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়াম্যান আলহাজ তারিকুল হাসান খান মিঠু ।
এ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান ,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জিল্লুর রহমান , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহরিন আফরোজ , সীমা ইয়াসমিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার, এইচ.এম.সুমন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা, মো. বাহাউদ্দিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন, মুলাদী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়াধীন বাটামারা, নাজিরপুর, সফিপুর, চরকালেখান, কাজিরচর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মুলাদী সদর ক্লিনিক, এমসি এইচ ইউনিট, গাছুয়া আরডি ক্লিনিকে ২৪ ঘন্টা নিরাপদ প্রসব সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে পরামর্শ ও সেবা প্রদান, প্রতিটি কেন্দ্রে গুনগত প্রজনন স্বাস্থ্য সেবার আওতাধীন এমআর, গর্ভপাত পরবর্তী সেবা, আরটিআই, এসটিআই, কিশোর-কিশোরীদের বয়োসন্ধিকালীন স্বাস্থ্য সেবা, বাল্য বিবাহ প্রতিরোধে জনমত তৈরী, নবজাতক ও অনূর্ধ ০-৫ বছরের শিশুদের সেবা প্রদান, আশ্রায়ন, আবাসন ও মাননীয় প্রধান মন্ত্রীর উপহার ঘর সমূহে স্যাটেলাইট ক্লিনিক ও উঠান বৈঠক সহ স্বল্পমেয়াদী দীর্ঘ মেয়াদী ও স্থায়ী পদ্ধতীর পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হবে।
এছাড়া পরিবার কল্যাণ সহকারী কর্তৃক ঘরে ঘরে গিয়ে রুটিন সেবা ও সপ্তাহে ২(দুই) দিন কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদান চলমান থাকবে।
সেবা ও প্রচার সপ্তাহ সফল করার লক্ষে ২৫ নভেম্বর নাজিরপুর, গাছুয়া, মুলাদী, কাজিরচর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আইইউডি ক্যাম্প ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী ও দীর্ঘমেয়াদী ক্যাম্প অনুষ্ঠিত হবে।
২৬ নভেম্বর নাজিরপুর (স্থান আব্দুল জলিল বিশ্বাস, বাণী মর্দন এর বাড়ী) গাছুয়া ( স্থান পদ্মার হাট সিসি ক্লিনিক) মুলাদী (স্থান চর লক্ষিপুর মনির হাং এর বাড়ী), কাজিরচর (স্থান দক্ষিণ কাজিরচর মো. শাহেআলম এর বাড়ী), স্যাটেলাইট ক্লিনিক অনুষ্ঠিত হবে।
২৭ নভেম্বর বাটামারা (স্থান সেলিমপুর শাজাহান মাস্টার এর বড়ি চরকালেখান (স্থান লক্ষিপুর মোঃ অলিইর রহমান এর বাড়ি), সফিপুর (স্থানলক্ষিপুর আবু তাহের পালোয়ান এর বাড়ি),স্যাটেলাইট ক্লিনিক ও কাজিরচর আরডি ক্লিনিকে স্থায়ী ও দীর্ঘমেয়াদী ক্যাম্প অনুষ্ঠিত হবে।
২৮ নভেম্বর বাটামারা,চরকালেখান,সফিপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আইউডি ক্যাম্প অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর নাজিরপুর (স্থান রামারপুর ), গাছুয়া (স্থান চরগাছুয়া), মুলাদী (স্থান বড় পাতারচর), কাজিরচর (স্থান ডিগ্রিরর টর),মুজিব শতবর্ষের ঘড়ে স্যাটেলেইট ক্লিনিক ও উঠান বৈঠক এবং সেলিমপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত হবে।
৩০ নভেম্বর বাটামারা (স্থান বাটামারা), চরকালেখান (স্থান চর ভেদুরিয়া), সফিপুর চর ভেদুরিয়া), মুজিব শতবর্ষের ঘরে স্যাটেলাইট ক্লিনিক ও উঠান বৈঠক অনুষ্ঠিত হবে।
এইচকেআর
