ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

Motobad news

মঠবাড়িয়ায় উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সভা

মঠবাড়িয়ায় উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মঠবাড়িয়া উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকাল ১০ টায় মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২৯ পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী আশরাফুর রহমান।

মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন আলমগীর হোসেনের সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহআলম দুলাল, মাওঃ আবুল কালাম আজাদ, পৌরসভা আ.লীগের সহ-সভাপতি হেমায়েত উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বাদশা, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ৪০ বছর পরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আ.লীগের মনোনয়ন দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন। আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে নৌকা মার্কা বিজয় করে সংসদে পাঠাবো, ইনশাআল্লাহ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন