বরিশালে মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল
ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বরিশালে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় নগরীর হাতেমআলী কলেজ চৌমাথা এলাকা থেকে মহানগর ছাত্রদলের ব্যানারে একটি আনন্দ মিছিল বের হয়।
মহানগর ছাত্রদল সাধারন সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে মিছিলটি সিএন্ডবি রোড হয়ে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক হুমায়ুন কবির।
মিছিল এবং পথসভায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এই কমিটি আগামীদিনে সরকার বিরোধী চলমান আন্দোলন বেগবান করবে বলে প্রত্যাশা করেন তারা।
এইচকেআর