ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশালে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বড় দিন

বরিশালে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বড় দিন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে বরিশালে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড় দিন। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই নগরীর বিভিন্ন গির্জায় যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনা ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ সকাল ৯টায় বরিশাল নগরীর সদর রোডস্থ ক্যাথলিক চার্চ ক্যাথিড্রাল ধর্মপল্লীতে প্রধান প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও অক্সফোর্ড মিশন (সেন্ট পিটার্স) চার্চ এবং ব্যাপ্টিস্ট চার্চসহ নগরীর অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা চার্চগুলোতে ভিড় জমাতে শুরু করেন।

যিশু খ্রিস্টের জন্মতিথি উপলক্ষে গির্জাগুলোকে বর্ণিল আলোকসজ্জা ও ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল বিশেষ প্রার্থনা, কীর্তন, বাইবেল পাঠ এবং যিশুর মহিমা প্রচার। অনেক গির্জায় শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

প্রার্থনায় অংশ নেয়া ভক্তরা জানান, যিশু খ্রিস্টের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী একটি বছর যেন শান্তি ও মৈত্রীর বন্ধনে অতিবাহিত হয়, সেটিই তাদের মূল প্রার্থনা। বড় দিন উপলক্ষে নগরীর প্রধান গির্জাগুলোর সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন