ঢাকা সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

Motobad news

পায়রা বন্দর শিপ চ্যান্ডেলার ভেন্ডর এসোসিয়েশনের কমিটি গঠন

পায়রা বন্দর শিপ চ্যান্ডেলার ভেন্ডর এসোসিয়েশনের কমিটি গঠন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের শিপ চ্যান্ডেলার/ভেন্ডর অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়য়ছে।  গতকাল শুক্রবার সন্ধ্যার পর কলাপাড়া মুক্তিযোদ্ধা মার্কেটের দোতলায় পায়রা বন্দরের ভেন্ডর সংখ্যাগরিষ্ঠের সদস্যদের কন্ঠ ভোটে কমিটি গঠন করা হয়। 

এতে গাজী মফারুককে সভাপতি এবং মোঃ মওদুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক করা হয় গাজী নুরুজ্জামান ইসলাম লিটন ও মোঃ বায়েজীদ ( পান্নু)  মোল্লাকে। দপ্তর সম্পাদক এই এম মঞ্জুরুল ইসলাম এবং প্রচার সম্পাদক মামুন সিকদারকে নির্বাচিত করা হয়। 

পায়রা বন্দর শিপ চ্যান্ডেলার/ভেন্ডর অ্যাসোসিয়েশন সকল সদস্যের রোস্টার অনু্যায়ী সমবন্ঠনের মাধ্যমে কার্য পরিচালনা এবং আগামী ১ বছরের জন্য এসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন