ঢাকা রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

Motobad news

ভারসাম্যপূর্ণ সরকার গঠনে পিআর পদ্ধতির বিকল্প নেই: হেলাল

ভারসাম্যপূর্ণ সরকার গঠনে পিআর পদ্ধতির বিকল্প নেই: হেলাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও বরিশাল-৫ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন,  পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তাতে সকল জনগণের মতামতের প্রতিফলন হবে। একটি ভারসাম্যপূর্ণ স্থিতিশীল সরকার গঠনে পিআর পদ্ধতির নির্বাচনের কোন বিকল্প নেই। আগামীতে যাতে আর কোন সরকার স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেজন্য অংশগ্রহণমূলক সরকার গঠন করতে হবে। 


শনিবার  (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

মুয়াযযম হোসাইন হেলাল  বলেন, দেশে সাংবাদিক বান্ধব আইন আজও হয়নি। যে কারনে অনেক সাংবাদিক সত্য লিখে আজ ভুক্তভোগী হয়েছেন। তাছাড়া বরিশালে স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনার উন্নয়ন অত্যন্ত জরুরী। একমাত্র মেডিকেল কলেজটি ভঙ্গুর দশায় রয়েছে। নগরীতে এখনো অনেকে রাস্তাঘাট, স্বাস্থ্য ও বিদ্যুতের সমস্যায় ভুগছেন। মানুষের এসব দূর্ভোগ দেখলে সহ্য করা কঠিন। মাওয়া থেকে বরিশাল রাস্তাটি খুব দ্রুত অন্তত চার লেনে উন্নিত হওয়া দরকার। পদ্মাসেতু নির্মাতাদের ধন্যবাদ দেয়ার পাশাপাশি সেখানে লুটপাটকারীদের বিচার চাই। 

তিনি বলেন, জুলাই ঘোষণার আইনি ভিত্তি স্থাপন জরুরী। অবিলম্বে এটা দিতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়ের শাসন কায়েমই হবে মূল লক্ষ। দেশের মানুষ দায়িত্ব দিলে দল মত ধর্ম বর্ন নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করবো। 


‘মানুষ কেন জামায়াতকে ভোট দিবে’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই উপমহাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় আগামী নির্বাচনে জামায়াতকেই বেছে নেবে জনগণ। কেননা জামায়াত এখন গণমানুষের আস্থার প্রতীক। ভিপি নুরের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান নুরের উপর বর্বরোচিত হামলার নিন্দা জানাচ্ছি। দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

বরিশাল জেলা জামায়াতের আমির ও বরিশাল-৪ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলে, দীর্ঘ বছর যাবত আমরাও যেমন মন খুলে কথা বলতে পারিনি, তেমনি সাংবাদিকরাও হাত খুলে সব সত্য লিখতে পারেননি। তাই একটি সচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীল সরকার জরুরী।


স্বাগত বক্তব্যে মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন বাবর বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে গণমানুষের আস্থার দলে পরিনত হয়েছে জামায়াত। জুলাই অভ্যত্থান পূর্ববর্তী ও পরবর্তী সময়গুলো বিবেচনায় মানুষ এখন জামায়াতকে প্রথম পছন্দের তালিকায় রাখছে।

সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাস্টার আ. মান্নান, মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল ও সেক্রেটারী মাওলানা মতিউর রহমান। 

সভায় আরো বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সাংবাদিক অরূপ তালুকদার, নাছিম উল আলম, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, মেহেরুন্নেছা বাবুল, কাজী মিরাজ মাহমুদ ও এসএম জাকির হোসেন। 

এছাড়া বিভিন্ন টেলিভিশন, স্থানীয় ও জাতীয় দৈনিক এবং অনলাইন গণমাধ্যমের প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় সমাপনি বক্তব্য রাখেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক মো. মামুন-অর-রশিদ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শাহে আলম এবং এম মোফাজ্জেল।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন