উজিরপুরে জেলেকে এক মাসের কারাদণ্ড


বরিশাল জেলার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা-ইলিশ নিধনে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ ভাবে ইলিশ আহরণ করার দায়ে অসাধু এক জেলেকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার সন্ধ্যা নদী থেকে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও উজিরপুর মডেল থানা পুুলিশের যৌথ অভিযানে ওই জেলেকে আটক করা হয়।
পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী নিষিদ্ধকালীন সময়ে সরকারি বিধিনিষেধ অমান্য করে ইলিশ মাছ আহরণ করার অপরাধে তাকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারসহ উজিরপুর মডেল থানা পুলিশ।
এইচকেআর
