ঢাকা সোমবার, ২০ অক্টোবর ২০২৫

Motobad news

বাউফলে নিখোঁজের পরদিন ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

বাউফলে নিখোঁজের পরদিন ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার
মৃত্যু শিশু নাহিদ মৃধা। ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের একদিন পর নাহিদ মৃধা (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (১৯ অক্টোবর) উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল গ্রামে এ ঘটনা ঘটে।


রোববার দুপুর দেড়টার দিকে উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি ডোবায় ভাসমান অবস্থায় শিশুটির নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করে।


মৃত নাহিদ মৃধা উত্তর পাকডাল এলাকার নিজাম মৃধা ও সালমা বেগম দম্পতির ছোট ছেলে। সে স্থানীয় উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে নাহিদ নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন ও এলাকাজুড়ে ব্যাপক খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন দুপুরে বিদ্যালয়ের পাশে ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখা যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন