‘গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নির্বাচনে নিজেদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
আজ রোববার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে সারজিস লিখেছেন, ‘গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি’।
সারজিস আলমের করা পোস্টটি এরই মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। দুই ঘণ্টায় পোস্টটিতে লক্ষাধিক রিঅ্যাক্ট পড়েছে।
এর আগে, প্রতীক হিসেবে শাপলা কলি নিতে সম্মত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার (২ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রতীক হিসেবে শাপলা কলি নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে লড়াই হবে।
এইচকেআর