বাবুগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

আওলাদে রাসূল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (মাদ্দাজিল্লাহুল আলী)’র পৃষ্ঠপোষকতায় এবং আওলাদে রাসূল নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ এরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে “মাইজভান্ডারী ফাউন্ডেশন”-এর উদ্যোগে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে রহমতপুর দায়রা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ১০ শিক্ষার্থীর হাতে সনদপত্র, মূল্যবান উপহার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহমতপুর দায়রা শাখার সভাপতি মোঃ পান্না বেপারী। প্রধান অতিথি ছিলেন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায়।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের আইন বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, বরিশাল জেলা শাখার দারুততালীম প্রতিনিধি আলহাজ্ব মাওলানা আলী আকবর মুন্সি, জেলা শাখার সভাপতি মো. জালাল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মিজান বেপারী, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবীর, বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিব দাস, প্রমুখ।
এছাড়া রহমতপুর দায়রা শাখার সহ-সভাপতি রুবেল খান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ বেপারী, কোষাধ্যক্ষ মেহেদী হাসান রাজু, প্রচার সম্পাদক আলতাফ সরদার, , হুমায়ুন আহমেদ ও আইয়ুব আলী খানসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা, তাঁদের অভিভাবকবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ৪র্থ থেকে ৭ম শ্রেণি পর্যন্ত মোট ১২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এইচকেআর