ঝালকাঠিতে ইলেন ভুট্টোর সমর্থনে ২০ ইউনিয়নে একযোগে ধানের শীষের গণমিছিল

আসন্ন সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সমর্থনে সদর ও নলছিটি উপজেলার ২০ ইউনিয়নে একযোগে ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়ন পর্যায়ের এ মিছিলে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেয়।
সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো বিএনপির মনোনয়ন পাওয়ায় ইউনিয়ন বিএনপি এ মিছিলের আয়োজন করে। মিছিলে ইলেন ভুট্টোর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে ভোটাররা।
ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল মিছিলগুলো। মিছিল শেষে প্রতিটি ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইলেন ভুট্টোকে মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ইলেন ভূট্টোকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বক্তারা।
এইচকেআর