কাউখালীতে ইউপি সদস্য গ্রেফতার ৩

পিরোজপুরের কাউখালী অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনার যুক্ত থাকার অভিযোগে ইউপি সদস্য সহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক সোনাকুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে ইদ্রিস হাওলাদার (৩৮) ও একই ইউনিয়নের সোনাকুর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার ছেলে সরোয়ার হোসেন (৪৩)।
ওসি জানান, গ্রেফতারকৃত মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর