ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ

চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

‎ভোলার চরফ্যাশন উপজেলার গাছিরখাল লঞ্চঘাটে অতিরিক্ত টোল এবং মালামালের জন্য ইজারাদার কর্তৃক অতিরিক্ত টাকা আদায়ের কারণে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

‎মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, ইজারাদার কর্তৃক যাত্রীদের কাছ থেকে ৫ টাকার ঘাট টিকেট নেওয়া হচ্ছে ১০ টাকা। এছাড়া, মালামাল পরিবহনের জন্যও নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। এতে যাত্রীরা অসন্তোষ প্রকাশ করছেন।

‎মজিব নগরের বাসিন্দা কহুনুর বেগম বলেন, লঞ্চঘাটে ইজারাদারের লোকজন ইচ্ছেমতো অতিরিক্ত টাকা আদায় করছেন। বিশেষ করে মালামালের জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।

‎আরেক যাত্রী আবু তাহের বলেন, ৫ টাকার ঘাট টিকেটের জন্য দিতে হচ্ছে ১০ টাকা। প্রতিবাদ করলে ঝামেলা হয়, তাই বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিচ্ছি।

‎লিটন বেপারী নামের এক যাত্রী বলেন, যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া হচ্ছে, কিন্তু ঘাটে কেউ ভাড়া বা টোল নিয়ন্ত্রণ করছে না। প্রশাসনের নজরদারি অত্যন্ত জরুরি।

‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, যাত্রীদের হয়রানি রোধে প্রশাসনের কঠোর নজরদারি এবং নির্ধারিত ভাড়া, টোল ও টিকেট তালিকা ঘাটে দৃঢ়ভাবে কার্যকর করা প্রয়োজন।

‎লঞ্চঘাটের ইজারাদার মো. জাহের মেলেটারি ও মো. মামুন বলেন, আমরা বিআইডব্লিউটিএ-এর নির্ধারিত মূল্যে টোল নিচ্ছি এবং অতিরিক্ত টাকা আদায় করি না। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

‎ভোলা বিআইডব্লিউটিএ-এর সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, ইজারাদার কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি খতিয়ে দেখা হবে।

‎চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, ইজারাদার যদি অতিরিক্ত টোল আদায় করে এবং বিষয়টি প্রমাণিত হয়, সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন