ঢাকার এক সেকেন্ড পরই নরসিংদীতে ভূমিকম্প

শনিবার (২২ নভেম্বর) সকালে ভূমিকম্পের পর সন্ধ্যায় প্রথমে একটি ভূমিকম্পের খবর পাওয়া গেলেও পরবর্তীতে জানায় যায় এক সেকেন্ডের ব্যবধানে দুইটি কম্পন হয়।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে একটি কম্পন হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। এটির উৎপত্তি স্থল ছিল বাড্ডা। পরবর্তীতে আবহাওয়া অধিদফতর জানায়, প্রায় একই সময়ে এক সেকেন্ডের ব্যবধানে আরও একটি কম্পন হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী।
আবহাওয়া কর্মকর্তা রুবায়াত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশ উপজেলায় ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।
তার আগে শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়। এ ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় মারা গেছেন ১০ জন। আহত হয়েছেন কয়েকশ মানুষ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী।
এইচকেআর