ঢাকা রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

Motobad news

মেহেন্দিগঞ্জে অপবাদ দিয়ে মা ও শিশু পুত্রকে পিটিয়ে জখম

মেহেন্দিগঞ্জে অপবাদ দিয়ে মা ও শিশু পুত্রকে পিটিয়ে জখম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের মেহেন্দিগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে মা ও তার শিশু পুত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলীমাবাদ ইউনিয়নের গাগুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ময়না বেগম  (৪৫) ও তার শিশু পুত্র তৃতীয় শ্রেণী পড়ুয়া ছাত্র জাহিদ (১০)। আহত ময়না বেগমের স্বামী ইব্রাহিম মৃধা পেশায় একজন কৃষক।
আহতদের উদ্ধার করে রাতেই মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ময়না বেগমের ডান হাত ভাঙাসহ শরীরজুড়ে রক্তাক্ত জখম হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ময়না বেগম বলেন, আমার তৃতীয় শ্রেণী পড়ুয়া ছেলে জাহিদ (১০) সহ আরো কয়েকজন শিশু মিলে অভিযুক্ত পিন্টু মৃধার চতুর্থ শ্রেণী পড়ুয়া মেয়ের সাথে বাড়ির উঠানে খেলা ধুলা করেছিলো। সে সময় পিন্টু মৃধার মেয়ের সাথে শিশুদের কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে এদিন সন্ধ্যায় আমার স্বামী ইব্রাহিম মৃধাকে নিজ ঘরে ডেকে পাঠায় পিন্টু মৃধা। এসময় পিন্টু মৃধা তার মেয়ের সাথে খারাপ আচরণ করার অভিযোগ তোলেন। একপর্যায়ে ঘর থেকে বের হয়ে পিন্টু মৃধা সরাসরি আমাদের বাড়িতে এসে আমার শিশু ছেলেকে ঘর থেকে ডেকে এনে লাঠি দিয়ে পিটাতে থাকে।

ছেলের চিৎকার শুনে আমব ঘর থেকে বের হয়ে ছেলেকে মারার কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে পিন্টু মৃধা, ফাহাদ মৃধা ও মানসুর মৃধা মিলে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম আহত করে।

অভিযুক্ত পিন্টু মৃধা বলে আমার মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। খালি ঘরে ঢুকে মেয়ের সাথে আপত্তিকর কাজের চেষ্টা করে। তার প্রতিবাদ করেছি।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন