কর্ণকাঠিতে বিধবা নারীর ওয়ারিশনামা সনদ জালিয়াতির অভিযোগ

বরিশালে এক বিধবা নারীর ওয়ারিশনামা সনদ জালিয়াতির অভিযোগ উঠেছে। এঘটনায় কর্ণকাঠি এলাকার ইউসুফ আলী খান ওরফে লাল (৫৮) এর নামের এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুস ছালাম থানায় গত ১৭ আগস্ট একটি সাধারণ ডায়েরী করেছেন বিধবা মাহাবুবা আক্তার (৫৯)। যার নং ৭৭৭। ডায়েরীতে তিনি উল্লেখ করেন বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি এলাকার আনোয়ার হোসেন খান’র সাথে ১৯৮১ সালে ৩য় স্ত্রী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম নেয়।
স্বামী মারা যাওয়ার পর ঐ কন্যা সন্তানকে নিয়েই বসবাস করে আসছেন। স্বামী না থানার সুযোগ নিয়ে কর্ণকাঠির মৃত আকরাম আলী খানের ছেলে ইউসুফ আলী খান ওরফে লাল আমি (মাহাবুবা আক্তার) কে বাদ দিয়ে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ওয়ারিশনামা সনদ তুলে নেয়। বিষয়টি জানতে পেরে গত ৮ আগস্ট মুঠোফোনে বিবাদীকে ওয়ারিশনামা সনদের নাম বাদ দেয়ার বিষয়টি জানতে চেয়ে এবং ওয়ারিশনামা সনদটি সংশোধন করার অনুরোধ জানায় মাহাবুবা আক্তার। কিন্তু কোন কথা কর্ণপাত না করে ওয়ারিশনামা সনদ সংশোধন করা হবে না বলে মাহাবুবা আক্তারকে হুমকি দেয় ইউসুফ আলী খান ওরফে লাল বলে ডায়রীতে উল্লেখ করা হয়। এ অভিযোগের বিষয় অস্বিকার করে ইউসুফ আলী খান লাল বলেন মাহাবুবা আক্তার ও তার পরিবার ঢাকায় বসবাস করার সুবাদে আমি (ইউসুফ আলী খান লাল) তাদের সহযোগিতা করেছি মাত্র ।
ওয়ারিশনামা সনদে যদি ভুল হয়ে থাকলে সেটি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার পুনরায় সংশোধন করে দিবেন বলেছেন তারা। মাহাবুবা আক্তাররা না এসে সংশ্লিষ্ট থানায় আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে । এব্যাপারে দারুস ছালাম থানার উপ-পরিদর্শক আবুল কালাম জানান থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরীতে যা উল্লেখ করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।
এমবি