ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

তারেক রহমানকে নেওয়া হলো হাসপাতালে

তারেক রহমানকে নেওয়া হলো হাসপাতালে
মো. তারেক রহমানকে দেখতে গেলেন সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজনৈতিক নিবন্ধনের জন্য আমরণ অনশনরত আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়।

সালাহউদ্দিন আহমদে উপস্থিত গণমাধ্যমকে বলেন, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন, তাদের অনেকেই শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও অনেকবার নির্যাতনের শিকার হয়ে, রিমান্ডে ছিলেন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সামনের দিনে একটি দল যেন ভূমিকা রাখতে পারে, সে জন্য রেজিস্ট্রেশনের বিষয়ে আমরা নির্বাচমন কমিশনকে অনুরোধ করেছি। কিন্তু দীর্ঘ বিচার-বিবেচনার পর তাকে জানানো হলো যে তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না।

তিনি আরো বলেন, আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে কথা বলেছি। আশা করি তার দল ন্যায়বিচার পাবে। তারেককে অনুরোধ করে অনশন ভাঙতে বলেছি। তিনি অনুরোধ রেখেছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন তার দলের আপিল পুনর্বিবেচনা করবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন