ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

মিছিলের টাকা নিতে ‍এসে ধরা ছাত্রলীগ নেতা

মিছিলের টাকা নিতে ‍এসে ধরা ছাত্রলীগ নেতা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি উপলক্ষে বরিশাল নগরীতে মিছিল করার উদ্দেশ্যে আসা ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল।

শনিবার (৮ নভেম্বর) দিনগত রাতে নগরীর কালিবাড়ি রোড থেকে তাকে আটক করা হয়।

আটক বাহাউদ্দিন জাহাঙ্গীর (৩৫) বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রামনগর গ্রামের পনু মিয়ার ছেলে। 

সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের নেতা আশিক মাহমুদ জানান, নগরীতে মিছিল করার জন্য কালী বাড়ি রোডে আসেন বাহাউদ্দিন জাহাঙ্গীর। তাকে দেখে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

আশিক বলেন, আটক বাহাউদ্দিন জাহাঙ্গীর স্বীকার করেছেন মিছিল করার জন্য ভারতে অবস্থানরত মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল টাকা পাঠিয়েছেন। ওই টাকা নেওয়ার জন্য পলাতক বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসার সামনে এসেছিলেন তিনি। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটক বাহাউদ্দিন জাহাঙ্গীরকে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন