ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা ফোরামের সমাবেশ 

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা ফোরামের সমাবেশ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সারাদেশে নারী, শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা বন্ধের দাবি নিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশালে সমাবেশ করেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১ টায়  অশ্বিনী কুমার হল চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বরিশাল জেলার সংগঠক রিতা ব্যাপারির সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ২ নং ওয়ার্ডের সভাপতি শানু আক্তার, ২২ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাহফুজা বেগম, ৫ নং ওয়ার্ডের সদস্য নাজমুন্নাহার,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহিলা কলেজ শাখার সংগঠক অদিতি ইসলাম, ১৭ নং ওয়ার্ড শাখার সভাপতি লামিয়া সাইমুন প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৫ সালের ২৪ শে আগস্ট দিনাজপুরে পুলিশি হেফাজতে ১৪ বছরের গার্মেন্টস কর্মী ইয়াসমিনকে ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে এক অভূতপূর্ব গণ আন্দোলন তৈরি হয়। আন্দোলনে পুলিশের গুলিতে সাতজন নিহত হলেও দোষী পুলিশ সদস্য ও ড্রাইভারের ফাঁসি কার্যকর করা হয়। সেই থেকে ইয়াসমিন হত্যার এই দিনটিকে দেশের প্রগতিশীল নারী সংগঠনগুলি নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে।

 তারা আরো বলেন, নারী নির্যাতনের চিত্র আজও একইরকম। গত বছর ও প্রতিদিন প্রায় ১৭টি ধর্ষণ হয়েছে। ধর্ষণ -নির্যাতনকারীরা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ও বিচারের দীর্ঘসূত্রিতার সুযোগে পার পেয়ে যাচ্ছে। এ অবস্থায় ইয়াসমিন হত্যা দিবস শিক্ষা দেয় যে গণপ্রতিরোধই পারে সকল নির্যাতন রুখে দিতে। এমতাবস্থায় জনগনকে ঐক্যবদ্ধ হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান। 

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।  


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন